Tuesday, June 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

আদাবরে ভাঙারির দোকানে পুরোনো সিলিন্ডারের গ্যাসে একজনের মৃত্যু

সিলিন্ডার ভাঙতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। হাসপাতালে ভর্তি আরও বেশ কয়েকজন

আপডেট : ১১ জুন ২০২৪, ০৩:৪৯ পিএম

ঢাকার আদাবর এলাকার শ্যামলী হাউজিংয়ের দ্বিতীয় প্রকল্পে বেড়িবাঁধ সংলগ্ন একটি ভাঙ্গারির দোকানে পুরোনো সিলিন্ডার ভাঙতে গিয়ে ছড়িয়ে পড়া গ্যাসে অসুস্থ হয়ে মারা গেছেন এক ব্যক্তি। এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও বেশ কয়েকজন।

মঙ্গলবার (১১ জুন) ভোরে বেড়িবাঁধ লাগোয়া শ্যামলী হাউজিংয়ের ২ নম্বর গেইটের কাছে কালুর ভাঙ্গারির দোকানে এ ঘটনা ঘটে।

মৃতের নাম মো. কবির হোসেন (৫০)। অসুস্থদের মধ্যে নয়জনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, মারা যাওয়া কবির হোসেন ওই এলাকায় আত্মীয়র কাছে বেড়াতে এসেছিলেন।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার এ এইচ এম আজিমুল হক বলেন, “ওই দোকানের মালিকের ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে। কোথা থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে আসা হয়েছে এবং কীভাবে এ ঘটনা ঘটেছে, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

About

Popular Links