Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিএনপি: খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

‘স্বরাষ্ট্রমন্ত্রী খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন।’

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৩:৩৮ পিএম

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘দলের চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থার কথা আমরা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জানিয়েছি। স্বরাষ্ট্রমন্ত্রী আমাদেরকে খালেদা জিয়ার সর্বোচ্চ সুচিকিৎসার ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন। আমি বিশ্বাস করি স্বরাষ্ট্রমন্ত্রী তার কথা রাখবেন।’’

মঙ্গলবার দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার নিজ কার্যালয়ে কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে বৈঠক করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের একাধিক সিনিয়র নেতা। বৈঠক শেষে সাংবাদিকদের একথা জানান ফখরুল।

বৈঠকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আব্দুল মইন খান ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।

About

Popular Links