Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

উপজেলা নির্বাচন: এমপিদের আচরণবিধি মেনে চলতে স্পিকারকে সিইসির চিঠি

ইতোমধ্যেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তিনজন সংসদ সদস্যকে সতর্ক করেছে নির্বাচন কমিশন এবং তাদেরকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে

আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৯:৫২ পিএম

দেশব্যাপী উপজেলা পরিষদ নির্বাচনে সংসদ সদস্যরা যাতে আচরণবিধি মেনে চলেন তার অনুরোধ জানিয়ে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে চিঠি দিয়েছে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।

স্পিকার জানিয়েছেন, মঙ্গলবার (৫ মার্চ) সিইসির পাঠানো চিঠি তিনি পেয়েছেন।

উপজেলা পরিষদ (আচরণবিধি) আইন, ২০১৬ অনুযায়ী- "খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি যারা সরকারের সুযোগ-সুবিধা ভোগ করছেন অর্থাৎ প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় নেতা, প্রতিমন্ত্রী, হুইপ অথবা সমমানের ব্যক্তি, এমপি এবং সিটি মেয়ররা নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন না।"

ড. শিরীন বলেন, চিঠিতে সিইসি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আচরণবিধি মেনে চলা সংক্রান্ত অংশ উল্লেখ করেছেন এবং এমপিরা যাতে তা মেনে চলেন তার অনুরোধ করেছেন।

দেশব্যাপী ৫ম উপজেলা পরিষদ নির্বাচন পাঁচ ধাপে অনুষ্ঠিত হবে। আগামী ১০ মার্চ প্রথম ধাপের নির্বাচন অনুষ্ঠিত হবে।

ইতোমধ্যেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করায় তিনজন সংসদ সদস্যকে সতর্ক করেছে নির্বাচন কমিশন এবং তাদেরকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে।

   

About

Popular Links

x