Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বানান পরিবর্তন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১১:৪৭ এএম

কুমিল্লা জেলার ইংরেজি বানানের সাথে মিলিয়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ইংরেজি নামের বানান Comilla University থেকে পরিবর্তন করে Cumilla University করা হয়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু তাহের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সিদ্ধান্তে কুমিল্লা জেলার ইংরেজি নামের বানান পরিবর্তিত হওয়ায় বিশ্ববিদ্যালয়ের নামের বানানও পরিবর্তন করা হয়েছে।

২৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৭২তম সিন্ডিকেট সভায় প্রতিষ্ঠানের নামের বানান পরিবর্তনের এ সিদ্ধান্ত গৃহীত হয়। এখন থেকে ইংরেজিতে নতুন বানান ব্যবহার করতে সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক তাহের বলেন, "নতুন বানানের ব্যবহার খুব তাড়াতাড়ি শুরু হবে। আগামী ডিসেম্বরের সমাবর্তনে দেয়া সনদপত্রেও এ বানান থাকবে। তাই শিক্ষার্থীদের কোনো সমস্যা হবে না"।

তবে শিক্ষার্থীদের একাংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে বানান পরিবর্তনের বিরোধিতা করছেন। তাদের ভাষায়, নামের সাথে অনেক স্মৃতি ও আবেগ জড়িত। তারা আগের নাম চান।

About

Popular Links