Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন ওবায়দুল কাদের

‘কৃত্রিম সাপোর্ট ছাড়াই তার হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে, এছাড়াও তার কিডনি আগের তুলনায় অনেক ভাল অবস্থায় রয়েছে’

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ০২:১৩ পিএম

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরের হৃদযন্ত্রে স্থাপিত আইওবিপি মেশিন সরিয়ে নেয়া হয়েছে। চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালের লবিতে এ তথ্য দেন তিনি।

তিনি বলেন, “কৃত্রিম সাপোর্ট ছাড়াই হৃদযন্ত্র স্বাভাবিকভাবে কাজ করছে। এছাড়াও তার কিডনি আগের তুলনায় অনেক ভাল অবস্থায় রয়েছে। ঘুমের ঔষধের পরিমানও কমিয়ে আনা হয়েছে।  চিকিৎসকদের ডাকে সাড়া দিচ্ছেন তিনি।” এসময় তিনি তার ইনফেকশন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং শারীরিক অবস্থার অগ্রগতি হয়েছে বলেও জানান।

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী এমপি, ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দীন হাজারী এমপি, সংসদ সদস্য ছোট মনির, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব হেলালুদ্দীন আহমদ, গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমসহ সিঙ্গাপুরস্থ বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ।About

Popular Links