খুলনা নগরীতে পাঁচটি পলিথিনের ব্যাগ থেকে এক ব্যক্তির খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর পর্যন্ত শের-এ বাংলা রোড ও ফারাজি পাড়া এলাকা এ ব্যাগগুলো উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া যায়নি।
খুলনা মহানগর পুলিশের (কেএমপি) দক্ষিণ জোনের এডিসি এসএম শাকিলুজ্জামান জানান, শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে রাস্তা থেকে পলিথিন মোড়ানো হাত, পা ও মাথাহীন একটি দেহ উদ্ধার হয়। পরে ফারাজিপাড়া রোড এলাকায় বাজারের ব্যাগে হাত, পা ও মাথা পাওয়া যায়। সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ব্যক্তিরা তাকে হত্যার পর লাশটি ফেলে গেছে।