জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের আবেদন কখনো বিবর্ণ হবে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার, ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলে ইউএনবির একটি খবরে বলা হয়ছে।
প্রধানমন্ত্রী বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ ভাষণের আবেদন কখনো বিবর্ণ হবে না বরং দেশের জন্য আত্মত্যাগের বড় অনুপ্রেরণার উৎস হিসেবে জনগণের কাছে এটি রয়ে যাবে”।
তিনি আরো বলেন, “অনন্তকাল ধরে স্বাধীনতাপ্রেমী সকল জনগণের কাছে এর আবেদন থাকবে এবং একই সাথে আমরা, যারা স্বাধানীতা পেয়েছি, রাজনীতিতে আদর্শ এবং দেশপ্রেমিক ব্যক্তি হতে এবং দেশের জন্য আত্মত্যাগ করার বড় অনুপ্রেরণা এই ভাষণ থেকে পেতে পারি”।
শেখ হাসিনা বলেন, “এ ঐতিহাসিক ভাষণ যুগ যুগ ধরে বাজবে। এটি এখনো মানুষের অনুপ্রেরণা হিসেবে কাজ করে”।
ঐতিহাসিক এ ভাষণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট সম্পর্কে তিনি বলেন, “৭ মার্চের ভাষণের মতো আর কোনো বিশ্বনেতার কোনো ভাষণ জনগণের কাছে এমন আবেদন সৃষ্টি করতে পারেনি। এ জন্য এটাকে সর্বকালের শ্রেষ্ঠ ভাষণ বলা হয়”।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা (ইউনেসকো) বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে বিশ্ব দলিল ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে।
আওয়ামী লীগের সিনিয়র নেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, বেগম মতিয়া চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, মোহাম্মদ নাসিম, ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন, আবদুর রহমান, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য দেন।