Wednesday, June 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনা তদন্তে কমিটি গঠন

বৃহস্পতিবার সকালে ঢাকা জজ কোর্টের পুরাতন ভবনের একটি লিফট দুর্ঘটনায় ১২ জন আহত হন

আপডেট : ০৭ মার্চ ২০১৯, ১০:৪৮ পিএম

ঢাকা জজ কোর্টে লিফট দুর্ঘটনা তদন্তে চার সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার সকালে ঢাকা জজ কোর্টের পুরাতন ভবনের একটি লিফট দুর্ঘটনায় ১২ জন আহত হন। আহতদের মধ্যে নয় জনকে ঢাকা মেডিকেলে এবং তিন জনকে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে আইনমন্ত্রী আনিসুল হক একটি কমিটি গঠন করার নির্দেশ দেন। এই নির্দেশনা অনুযায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রদীপ কুমার রায়কে প্রধান করে চার সদস্যের কমিটি গঠন করা হয়।

এদিকে আহতদের সুচিকিৎসার জন্য যা যা করণীয় তার সব কিছুই করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী।

বিকালে রাজধানীর পঙ্গু হাসপাতালে জজ কোর্টের লিফট দুর্ঘটনায় আহতদেরকে দেখতে গিয়ে স্বজনদের সান্ত্বনা দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় আইন সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্ম সচিব বিকাশ কুমার সাহা সহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে মন্ত্রী কর্তব্যরত চিকিৎসকদের কাছে আহতদের স্বাস্থ্যের খোঁজ-খবর নেন এবং তাদের সুচিকিৎসা নিশ্চিত করার জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

দুর্ঘটনার বিষয়ে ঢাকার কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

   
Banner

About

Popular Links

x