Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় কারখানার গরম পানিতে ৫ শ্রমিক দগ্ধ

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।

আপডেট : ০৮ মার্চ ২০১৯, ১২:৪৯ পিএম

সাভারের আশুলিয়া থানায় একটি পোশাক কারখানার কাজ করার সময় পাচ শ্রমিক দগ্ধ হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে আশুলিয়ার জামগড়া এলাকায় 'ওয়ান থ্রেড বিডি লিমিটেড' নামের সুতা তৈরির কারখানায় এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলে-কারখানার অপারেটর, রমজান, নুরু, সাজু, ডাইং ইনচার্জ মনির হোসেন ও কালাম। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ।

কারখানার শ্রমিকরা জানান, প্রতিদিনের মতো আশুলিয়ার জামগড়া এলাকায় রাতের শিফটে কাজ করছিলেন তারা। এসময় ডাইং মেশিন থেকে সুতা বের করার সময় গরম পানিতে দগ্ধ হন পাঁচ শ্রমিক। পরে তাদেরকে উদ্ধার করে উত্তরা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে দগ্ধ তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পাঠানো হয়েছে।

কারখানার ম্যানেজার রিয়াজুর রহমান বলেন, রাতের শিফটে কাজ করার সময় অসাবধানতার কারণে ডাইং মেশিন এর গরম পানিতে পাঁচজন দগ্ধ হয়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

   

About

Popular Links

x