রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপি'র অভিযানে মাদকদ্রব্যসহ ৫৬ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে গ্রেফতার করা হয়েছে।
ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। ডিএমপি'র অফিসিয়াল নিউজ পোর্টাল ডিএমপি নিউজে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারের সময় তাদের হেফাজত হতে ১৯৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭৭৮ গ্রাম ১৬৪৪ পুরিয়া হেরোইন, ৮৪৫ গ্রাম গাঁজা , ১২ বোতল ফেন্সিডিল, ৭২ বোতল বিদেশী মদ ও ৩৫১ ক্যান বিয়ার উদ্ধার করা হয়।
৮ মার্চ, ২০১৯ সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা দায়ের হয়েছে।