Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভিপি প্রার্থী লিটন ও নুরের ওপর হামলা

লিটন নন্দীর অভিযোগ, ‘‘হলে প্রবেশ করতে গেলেই ছাত্রলীগ আমার ওপর হামলা চালায়। এ সময় আমার সঙ্গে থাকা অন্যরাও লাঞ্ছিত হন।’’

আপডেট : ১১ মার্চ ২০১৯, ১২:৫৭ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হামলার শিকার হয়েছেন বাম জোটের ভিপি প্রার্থী লিটন নন্দী ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুর।

সোমবার দুপুরে মুহসিন হলে ভোটকেন্দ্র পরিদর্শনে গেলে লিটন নন্দী এবং রোকেয়া হলে নুরের ওপর হামলার ঘটনা ঘটে।

লিটন নন্দীর ওপর হামলার ঘটনার সত্যতা নিশ্চিত করে মুহসিন হলের প্রভোস্ট নিজামুল হক ভুঁইয়া বলেন, ‘‘ভুল বোঝাবুঝি থেকে এ রকমটা হয়েছে। এখন পরিবেশ শান্ত।’’

লিটন নন্দীর অভিযোগ, ‘‘হলে প্রবেশ করতে গেলেই ছাত্রলীগ আমার ওপর হামলা চালায়। এ সময় আমার সঙ্গে থাকা অন্যরাও লাঞ্ছিত হন।’’

ঘটনার পর ছাত্রলীগ ও বাম জোটের নেতাকর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ওই এলাকায় উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হয়।

এদিকে, কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সংগঠন সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ভিপি প্রার্থী নুরুল হক নুরের ওপর এদিন দুপুরের দিকে রোকেয়া হলে হামলার ঘটনা ঘটে। আহতাবস্থায় তাকে সেখান থেকে বের করে নেয়া হয়েছে।



   

About

Popular Links

x