Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

'আইএস বধূ' শামীমার ‘অন্যায়ের' জন্য ক্ষমা চাইলেন বাবা

যুক্তরাজ্যের উচিত শামীমা বেগমকে দেশে ফিরতে দেয়া, ফেরার পর সেখানে তাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও জানান তার বাবা

আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৬:০২ পিএম

শামীমা বেগম ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেয়ায় ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন তার বাবা আহমেদ আলী।

বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শামীমার বাবা ব্রিটিশ জনগণের কাছে ক্ষমা চেয়েছেন। আহমেদ আলী বলেন, “শামীমা বুঝে করুক বা না বুঝে, সে ভুল করেছে।” প্রতিবেদনিটিতে তিনি আরো জানান, “যুক্তরাজ্যের উচিত শামীমা বেগমকে দেশে ফিরতে দেয়া।” সেখানে ফেরার পর শামীমাকে বিচারের মুখোমুখি হতে হবে বলেও তিনি জানান। 

বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় একটি জেলা সুনামগঞ্জে বসে  আলী বিবিসিকে যখন এই সাক্ষাৎকার দেন, তখনো শামীমা বেগমের শিশু সন্তানটি মারা যায়নি।

সম্প্রতি টাইমস পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে শামীমা বলেন, আইএসে যোগ দেয়ার বিষয়ে তিনি অনুতপ্ত নন। তবে সাক্ষাৎকারটিতে তিনি তার শিশুকে যুক্তরাজ্যে ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানান। এরপরই আলোচনায় আসেন বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিক।

উল্লেখ্য, ফেব্রুয়ারিতে টাইমস পত্রিকাকে সাক্ষাৎকার দেবার সময় শামীমা নয় মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। 

তবে, সাক্ষাৎকারটি প্রচারের পরই তার নাগরিকত্ব বাতিল করা হয়েছে বলে জানান ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ। 

প্রসঙ্গত, ২০১৫ সালে আইএসে যোগ দিতে ১৫ বছর বয়সে শামীমা বেগম লন্ডন ছেড়ে সিরিয়ায় যান।About

Popular Links