ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১২ কেজি স্বর্ণ উদ্ধার করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
সোমবার (১১ মার্চ) সকাল ১০টা ২০ মিনিটে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সহায়তায় কাস্টমস কর্তৃপক্ষ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানের টয়লেট থেকে এ স্বর্ণ উদ্ধার করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি।
ঢাকা কাস্টমস হাউসের উপকমিশনার অথেলো চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, “এনএসআইয়ের সহায়তায় বিমানের টয়লেট থেকে পরিত্যক্ত অবস্থায় ওই স্বর্ণ উদ্ধার করা হয়।”
বিমানটি আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে সকাল ৯টা ২০ মিনিটে বিমানবন্দরে অবতরণকরে।