Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডাকসু পুনর্নির্বাচন চেয়ে ছাত্রদলের বিক্ষোভ

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকা ট্রিবিউনকে বলেন, তারা এই নির্বাচন ও ফল মেনে নেবেন না।

আপডেট : ১২ মার্চ ২০১৯, ১২:৩৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচনের ফল বর্জন করে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অপরাজেয় বাংলার সামনে বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। এ সময় তাদের পক্ষ থেকে পুনর্নির্বাচন দাবি করা হয়। 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে বিক্ষোভ শুরু হয়। পরে পৌনে ১২টার দিকে ছাত্রদলের নেতাকর্মীরা টিএসসি এলাকায় অবস্থান নেন।  

টিএসসিতে তারা বিভিন্ন স্লোগানের মধ্য দিয়ে বিক্ষোভ শেষ করেন। 

ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আকরামুল হাসান ঢাকা ট্রিবিউনকে বলেন, তারা এই নির্বাচন ও ফল মেনে নেবেন না।

ডাকসু নির্বাচনে ছাত্রদল থেকে সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আনিসুর রহমান খন্দকার গতকালের নির্বাচন বাতিল দাবি করেন। 

গতকাল সোমবার প্রায় ২৯ বছর পর অনুষ্ঠিত হয় ডাকসু নির্বাচন। নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ আনেন ছাত্রলীগ বাদে অন্য প্যানেলগুলোর নেতাকর্মীরা। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ বাদে অন্য প্যানেলগুলো নির্বাচন বর্জন করে। তবে অন্য প্যানেলগুলোর বিরুদ্ধে ভোটের অনিয়মের বিষয়ে গুজব ছড়ানোর অভিযোগ আনেন ছাত্রলীগের কর্মীরা। 

গতকাল দিবাগত রাত সোয়া ৩টায় ঘোষিত ফলে দেখা যায়, ভোট বর্জন করেও সহসভাপতি (ভিপি) পদে নির্বাচিত হয়েছেন নুরুল হক নুর। সাধারণ সম্পাদক (জিএস) পদে নির্বাচিত হয়েছেন ছাত্রলীগের গোলাম রাব্বানী। সহসাধারণ সম্পাদক (এজিএস) হয়েছেন সাদ্দাম হোসেন। 

ডাকসুর মোট ২৫টি পদের মধ্যে ২৩টিতেই ছাত্রলীগের প্রার্থীরা জয়ী হয়েছেন। ১৮টি হল সংসদের মধ্যে ১২টিতে ভিপি পদে জয়ী হয়েছে ছাত্রলীগ। বাকি ছয়টি হলে ভিপি পদে জয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।

   

About

Popular Links

x