আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও গোপালগঞ্জ সদর আসনের সংসদ সদস্য (এমপি) শেখ ফজলুল করিম সেলিম বলেছেন, আগামী ১০০ বছর পর বাংলাদেশ বিশ্বের ডন হবে।
আজ শনিবার দুপুরে গোপালগঞ্জ জেলা পরিষদের প্রশিক্ষণপ্রাপ্ত মহিলাদের মধ্যে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেলিম এসব কথা বলেন।
আওয়ামী লীগের এই নেতা বলেন, 'আগামী ১০০ বছর বাংলাদেশের মানুষ কীভাবে বসবাস করবে এবং একটি উন্নত সমৃদ্ধশালী দেশ ও জাতি হবে তার জন্য একটি পরিকল্পনা নেওয়া হয়েছে। ইনশাল্লাহ আমরা যদি বেঁচে থাকি এবং আগামীতে ক্ষমতায় আসি তাহলে আমরা ২০৩০ সালের আগেই উন্নত দেশ হিসেবে ছুঁই ছুঁই করবো। শেখ হাসিনার নেতৃত্বে ২০৪১ সালের আগেই আমরা উন্নত দেশে পরিণত হবো।'
গোপালগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হকের সভাপতিত্বে এ অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান, উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, পৌর মেয়র কাজী লিয়াকত আলী লেকুসহ অনেকে বক্তব্য দেন।