Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রামে ব্যবসায়ী নারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

হালিশহর এলাকায় একটি ফাস্টফুড দোকান এবং বুটিক হাউস চালাতেন তিনি

আপডেট : ১৯ মার্চ ২০১৯, ০৫:০৫ পিএম

বন্দর নগরী চট্টগ্রামের হালিশহর এলাকার নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক ব্যবসায়ী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে তার মরদেহ উদ্ধার করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় জড়িত কাউকে আটক বা গ্রেফতার করতে পারেনি পুলিশ।

নিহতের নাম লাকি আক্তার (৩২) বলে জানা গেছে। হালিশহরের 'কে ব্লক' এলাকায় একটি ফাস্টফুড দোকান এবং বুটিক হাউস চালাতেন তিনি। তার মাথায় থেতলানোর চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম ওবায়দুল হক ঢাকা ট্রিবিউনকে বলেন, ‘‘ওই নারীকে তার দোকানের কোনও কর্মচারী হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে আমরা ধারণা করছি। সন্দেহভাজন খুনীকে ধরতে আমরা ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছি।’’

 ‘‘মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে,’’ বলে জানান ওসি।

   
Banner

About

Popular Links

x