Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন

বুধবার বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে বাইপাস সার্জারি শুরু হয়

আপডেট : ২০ মার্চ ২০১৯, ০২:১৯ পিএম

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সফল হয়েছে।

বুধবার (২০ মার্চ) বাংলাদেশ সময় সকাল ৮টার দিকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বাইপাস সার্জারি শুরু হয়। সার্জারি করেন ডা. ফিলিপ কোহ’র নেতৃত্বে গঠিত মেডিক্যাল বোর্ডের সিনিয়র সদস্য কার্ডিওথোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামি।

এর আগে, মঙ্গলবার এক বিবৃতিতে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারির সময় নির্ধারণের তথ্যটি নিশ্চিত করেন সিঙ্গাপুরে ওবায়দুল কাদেরের চিকিৎসা সমন্বয়ক এবংবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের পরিচালক ও নিওরোলজিস্ট প্রফেসর ডা. আবু নাসার রিজভী।

প্রসঙ্গত, গত ৩ মার্চ হৃদরোগ আক্রান্ত হন ওবায়দুল কাদের। ওই দিনই ঢাকায় বিএসএমএমইউতে তাৎক্ষণিক ও জরুরি চিকিৎসার অংশ হিসেবে তার হৃদযন্ত্রে একটি রিং বা করোনারি স্ট্যান্ট পরানো হয়। পরদিন তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নেয়া হয় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে।

   

About

Popular Links

x