Saturday, June 21, 2025

সেকশন

English
Dhaka Tribune

ওবায়দুল কাদের এখন শঙ্কামুক্ত

শুক্রবার বিকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল লবিতে এ তথ্য জানিয়েছেন তার চিকিৎসা সমন্বয়ক ডা. আবু নাসের রিজভী

আপডেট : ২২ মার্চ ২০১৯, ০৭:৪৮ পিএম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের অবস্থা এখন শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তার চিকিৎসা সমন্বয়ক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের পরিচালক এবং নিওরোলজিস্ট ডা. আবু নাসের রিজভী।

শুক্রবার বিকালে মেডিকেল বোর্ডের বরাত দিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল লবিতে উপস্থিত পরিবারের সদস্য ও অন্যদের তিনি এ তথ্য জানান বলে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডা. আবু নাসের বলেন, "আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ভালো আছেন। অস্ত্রোপচারের পর তিনি এখন শঙ্কামুক্ত। তার আইওবিপি মেশিন খুলে ফেলা হয়েছে এবং বাকি সব প্যারামিটার ভালো আছে। আগামী ৩-৪ দিন পর তাকে কেবিনে নেয়া হবে"।

এ সময় হাসপাতাল লবিতে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, সেতু বিভাগের সিনিয়র সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, সিঙ্গাপুরে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোস্তাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

গত বুধবার মাউন্ট এলিজাবেথ হাসপাতালে কার্ডিও থোরাসিক সার্জন ডা. সিবাস্টিন কুমার সামির নেতৃত্বে ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি সম্পন্ন হয়

   

About

Popular Links

x