Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

হবিগঞ্জে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ১১:৩৩ এএম

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় ময়না মিয়া (৬০) নামের এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

গতকাল শুক্রবার রাত ৯টার দিকে উপজেলার যাত্রাপাশা মহল্লায় এলাকায় এ ঘটনাটি ঘটে। 

নিহত ময়না মিয়া ৪ নম্বর বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ছিলেন। 

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান, ময়না মিয়া নামের ওই ইউপি সদস্যকে রাতের আধারে দুর্র্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে তার মরদেহ পাশের একটি ডোবায় ফেলে রাখা হয়। লাশের গায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। ধারণা করা হচ্ছে, পুর্ব পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে। 



   

About

Popular Links

x