Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

দায়িত্বগ্রহণ করলেন ডাকসুর নবনির্বাচিত নেতারা

সভা শেষে ডাকসু নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শিখা চিরন্তন ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন

আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৩:৫৬ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) নির্বাচিত নেতারা প্রথম নির্বাহী বৈঠকে আগামী এক বছরের জন্য নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন।

শনিবার (২৩ মার্চ)  সকাল সাড়ে ১১টার দিকে ডাকসু ভবনের দ্বিতীয় তলায় কার্যকরী সভা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন ডাকসুর জিএস গোলাম রাব্বানী। এরপর মহান স্বাধীনতা যুদ্ধে শহীদদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর রাব্বানী কেন্দ্রীয় সংসদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন। এসময় জিএস সভাপতির কাছে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের অনুমতি নেন। এক বছরের জন্য অনুমতি দেন ভিসি ড. আখতারুজ্জামান। দুপুর দেড়টার দিকে সভাটি শেষ হয়।

ডাকসুর এজিএস সাদ্দাম হোসেন জানিয়েছেন, সভা শেষে ডাকসু নেতারা ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, শিখা চিরন্তন ও শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন।

২৮ বছর পর গত ১১ মার্চ বহুল প্রতীক্ষিত ডাকসু ও হল সংবদ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ডাকসুর ২৫টি পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) ও সমাজ সেবা সম্পাদক ছাড়া ২৩টি পদ পায় ক্ষমতাসীন দলের সংগঠন ছাত্রলীগ প্যানেল।

প্রায় তিন দশক পরে অনুষ্ঠিত এ নির্বাচনের দিন বিভিন্ন অনিয়মের অভিযোগে ছাত্রলীগ ছাড়া অন্য সব প্যানেল নির্বাচন বর্জনের ঘোষণা দিয়ে পুনঃনির্বাচনের দাবি জানায়।

নির্বাচনে বিভিন্ন অনিয়মের অভিযোগ আনলেও শনিবার ডাকসুর ভিপি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন কোটা সংস্কার আন্দোলনের নেতা নুরুল হক নূর।

তার প্যানেল থেকে ডাকসু নির্বাচনে সমাজসেবা সম্পাদক পদে বিজয়ী প্রার্থী আক্তার হোসেনও বৈঠকে যোগ দিয়ে দায়িত্ব নেন।

   

About

Popular Links

x