Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরে অবরোধ

শিক্ষার্থীদের অবরোধের মুখে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

আপডেট : ২৪ মার্চ ২০১৯, ১২:৩৯ পিএম

নিরাপদ সড়কের দাবিতে গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ঢাকা- ময়মনসিংহ ও ঢাকা- টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের অবরোধের মুখে মহাসড়কে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, শনিবার গাজীপুরের সালনায় একটি বাসের চাপায় স্থানীয় একটি কলেজের দুই শিক্ষার্থী নিহত হয়। এরই প্রতিবাদে আজ সকালে ভাওয়াল কলেজ, লিংকন কলেজ, সিটি কলেজ, কমার্স কলেজসহ কয়েকটি কলেজের শিক্ষার্থীরা সড়কে নেমে আসে।

তারা চৌরাস্তার জাগ্রত চৌরঙ্গীর পাদদেশে জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। 'খুনি কেন বাইরে' এবং 'উই ওয়ান্ট জাস্টিস' এই ধরনের স্লোগান তুলে বিক্ষোভ করতে থাকে শিক্ষার্থীরা।

অবশ্য, পুলিশ এসে শিক্ষার্থীদের সড়ক থেকে সরিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করতে চেষ্টা করছে।

About

Popular Links