Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে এসি বিস্ফোরণে স্বামী-স্ত্রীর মৃত্যু

তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

আপডেট : ২৫ মার্চ ২০১৯, ০৮:৩০ পিএম

রাজধানীর উত্তরায় একটি বাসায় এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় স্ত্রী বিলকিস ফারজানা বেবীর মৃত্যু হয়। 

এর আগে গতকাল রোববার ঢামেকের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় বেবীর স্বামী আলমগীর হোসেন ভূঁইয়া মারা যান। 

বেবী উত্তরা পশ্চিম থানা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তার স্বামী আলমগীর বিমানবন্দর থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছিলেন। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া সোমবার বাসসকে জানান, গত ১৮ মার্চ দিবাগত রাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের নিজ বাসায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এসি বিস্ফোরণে ওই দম্পতি দগ্ধ হন। এতে তাদের দুজনের শরীরের ৯৫ শতাংশ পুড়ে যায়। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

   

About

Popular Links

x