মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় বিএসএফের পক্ষ থেকেও বিজিবিকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯টার দিকে হিলি সীমান্তের চেকপোস্ট গেটের শূন্য রেখায় বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চানঁ মিয়া ভারতের হিলি বিএসএফের চেকপোস্ট কমান্ডার এএল টির্কির হাতে মিষ্টি তুলে দেন।
এ সময় তারা একে অপরের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন। সেখানে দুই বাহিনীর নারী ও পুরুষ সদস্যরা উপস্থিত ছিলেন।
সুবেদার চানঁ মিয়া জানান, 'আজ ২৬শে মার্চ আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এ উপলক্ষ্যে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়কের পক্ষ থেকে ভারতের পতিরাম ১৮৩ ও ১৯৯ বিএসএফ ব্যাটালিয়নের অধিনায়কসহ স্টাফ অফিসার ও হিলিসহ অন্যান্য ক্যাম্পগুলোর জন্য সর্বমোট নয় প্যাকেট মিষ্টি উপহার দিয়ে বিজিবির পক্ষ থেকে বিএসএফকে আমাদের স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানানো হয়েছে। এসময় বিএসএফের পক্ষ থেকেও তারা আমাদের শুভেচ্ছা জানিয়েছে।'
'সীমান্তে সোহার্দ-সম্প্রতি, ভ্রাতত্ববোধ বজায় রেখে বিজিবি ও বিএসএফ যেন মিলে মিশে সীমান্তে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারে এ লক্ষ্যে প্রতিবছর ভারত ও বাংলাদেশের বিভিন্ন জাতীয় দিবস ও ধর্মীয় উৎসবগুলোতে আমরা একে অপরকে মিষ্টিসহ বিভিন্ন সামগ্রী উপহার দিয়ে শুভেচ্ছা বিনিময় করে থাকি। দীর্ঘদিন ধরে আমাদের এ দুবাহিনীর মাঝে এ ধরনের রেওয়াজ চলে আসছে।'