আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, তার সরকার একটি সুন্দর ভবিষ্যৎ গড়ার চেষ্টা করছে, যেখানে শিশুরা সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ জীবনে থাকবে।
আজ মঙ্গলবার ৪৯তম স্বাধীনতা ও জাতীয় দিবসে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের সমাবেশে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘আজকের শিশুরাই ভবিষ্যতের নেতৃত্ব দিবে। আমরা চাই, আমাদের শিশুদের এমন একটি সমৃদ্ধ জায়গায় রেখে যেতে। যেখান থেকে তারা দেশপ্রেম ও ভালোবাসা নিয়ে দেশের জন্য কাজ করবে।’
সরকারপ্রধান আরও বলেন, তার সরকার বঙ্গবন্ধু -১ উপগ্রহ উৎক্ষেপণ করেছে। সারাদেশে মাল্টিমিডিয়া শ্রেণীকক্ষ চালু করেছে। শিক্ষাথীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক এবং উপবৃত্তির ব্যবস্থা করেছে।
প্রধানমন্ত্রী শিশু-কিশোরদের উদ্দেশে বলেন, ;তোমাদেরকেও দেশেকে এগিয়ে নিতে এবং উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হবে। এটি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল।'