Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ডিসেম্বরে এখন পর্যন্ত ৬৯ জনের প্রাণ কেড়ে নিল ডেঙ্গু

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান ১,৭০৫ জন

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:০৭ পিএম

এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে ১ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২৩৬ জন।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ অ্যান্ড ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

বিজ্ঞপ্তি থেকে পাওয়া তথ্য অনুসারে, নতুন করে আক্রান্তদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৩ জন, আর ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন আরও ১৪৩ জন রোগী।

চলতি বছর আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ৫৫৭ জনের মৃত্যু হয়েছে, যাদের মধ্যে ৪৮.৩% পুরুষ এবং ৫১.৭% নারী।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, এ বছরের ১ জানুয়ারি থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৯৯,৮০৫ জন। এর মধ্যে ৬৩.১% পুরুষ এবং ৩৬.৯% নারী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১,১৭৯ জন। মারা যান ১,৭০৫ জন।

   

About

Popular Links

x