Saturday, June 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রণব মুখার্জি: বাংলাদেশ সরকার ও জনগণ ভারতের অকৃত্রিম বন্ধু

বাংলাদেশের সাধারণ মানুষকে তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রণব।

আপডেট : ২৭ মার্চ ২০১৯, ০৪:১৭ পিএম

বাংলাদেশ সরকার ও জনগণকে ভারতের অকৃত্রিম বন্ধু বলে উল্লেখ করেছেন দেশটির সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেনকে লেখা এক চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘‘বাংলাদেশ সরকার ও এর জনগণ ভারতের অকৃত্রিম বন্ধু, সহযোগী ও হিতাকাঙ্খী।’’

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বুধবার এ তথ্য জানানো হয়।

চিঠিতে প্রণব মুখার্জি জানান, তার সৌভাগ্য মুক্তিযুদ্ধের সময় থেকে বিভিন্ন পর্যায়ে বাংলাদেশের সঙ্গে নিবিড় সম্পর্ক স্থাপন এবং সে সম্পর্ককে উত্তরোত্তর গভীরতার মধ্যে নিয়ে যাওয়াই ছিল তার প্রয়াস।

ভারতের সাবেক রাষ্ট্রপতি পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পাওয়ায় ড. মোমেনের প্রশংসা করে বলেন, ‘‘পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী মনোনয়ন নিঃসন্দেহে যোগ্যতা, নিষ্ঠা এবং কর্মদক্ষতার পরিচায়ক একজন ব্যক্তিত্ব।’’

পররাষ্ট্রমন্ত্রীর ভাই সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে তার সঙ্গে কাজ করার সুযোগ হয়েছিল বলেও প্রণব মুখার্জী উল্লেখ করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন ও বাংলাদেশের সাধারণ মানুষকে তার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রণব।

   

About

Popular Links

x