Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একজন অনাবাসিক ছাত্র ছিলেন তিনি।

আপডেট : ২৯ মার্চ ২০১৯, ০৭:২৪ পিএম

পটুয়াখালীর গলাচিপায় নিজ বাড়ির একটি গাছে ঝুলন্ত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে মরদেহটি উদ্ধার করা হয়।

জানা গেছে, ওই শিক্ষার্থীর নাম সবুজ চন্দ্র মিত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের একজন অনাবাসিক ছাত্র ছিলেন সবুজ।

তার বন্ধুরা জানান, সবুজ তার ব্যাচে প্রথম স্থান অধিকারী ছিলেন। তার বর্তমান সিজিপিএ ৩.৬৭। তবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

সবুজের বন্ধু বেলাল জানান, “সে খুব মেধাবী এবং ধার্মিক ছিল। সে ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার স্বপ্ন দেখত। কিন্তু তার এমন মৃত্যু সবাইকে বিহ্বল করেছে।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর একেএম গোলাম রাব্বানী ঢাকা ট্রিবিউনকে বলেন, “বিষয়টি খুবই দুর্ভাগ্যজনক এবং কষ্টদায়ক। আমরা সংশ্লিষ্ট বিভাগের চেয়ারম্যান এবং হল প্রভোস্টকে বিষয়টি সম্পর্কে খোঁজ নিতে বলেছি।”

About

Popular Links