Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

যশোরে সন্ত্রাসীদের ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

নিহতের আত্মীয়রা জানান, আকাশ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে একটি কারখানায় আকাশ কাজ করতেন

আপডেট : ০৬ জুলাই ২০১৮, ০১:৪০ পিএম

যশোর শহরের শংকরপুর বাবলাতলা এলাকায় বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে গুলিবিদ্ধ হয়ে আকাশ হোসেন ঢালি (৩০) নামে এক যুবক (৩০) নিহত হয়েছেন।।

নিহত আকাশ যশোর শহরের ঘোপ বউবাজার এলাকার কুদ্দুস ঢালির ছেলে।

পুলিশ বলছে, দুই দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধে তিনি মারা গেছেন।

যশোরের কোতোয়ালি থানার উপপরিদর্শক তারেক নাহিয়ান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে পুলিশের কাছে খবর আসে শংকরপুর বাবলাতলা এলাকায় দু' দল সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধ হচ্ছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তারা পালিয়ে যায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় এক যুবককে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে আনা হয়।

জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শফিউল্লাহ সবুজ জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

উপপরিদর্শক নাহিয়ান আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে একটি ওয়ানশ্যুটার গান, এক রাউন্ড গুলি ও ৫টি ককটেল উদ্ধার করে।

নিহতের আত্মীয়রা জানান, আকাশ যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডে একটি কারখানায় আকাশ কাজ করতেন। সপ্তাখানেক আগে সে যশোর থেকে ঢাকায় যায়, বৃহস্পতিবার (৫ জুলাই) রাতে সে যশোরে আসে। কিন্তু তারপর থেকে সে নিখোঁজ ছিল। আজ সকালে তারা খবর পান, আকাশের মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে। হাসপাতালে গিয়ে তারা আকাশের লাশ সনাক্ত করেন।

এদিকে কোতোয়ালি থানার পরিদর্শক আবুল বাশার ঢাকা ট্রিবিউনকে বলেন, “নিহতের পরিচয় এখনও পাইনি। সে কারণে তার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে কি না এ মুহূর্তে তা বলা যাচ্ছে না। খোঁজ খবর নিচ্ছি।”

   

About

Popular Links

x