চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে টাঙ্গাইলে আওয়ামী লীগের তিনজন সংসদ সদস্যকে (এমপি) নির্বাচনি এলাকা ছাড়ার নির্দেশ দেন নির্বাচন কমিশন (ইসি)। আজ বৃহস্পতিবার ওই নির্দেশ অনুযায়ী যার যার নির্বাচনি এলাকা ছেড়েছেন তারা।
এই তিন এমপি হলেন- টাঙ্গাইল-৪ আসনের হাছান ইমাম খান সোহেল হাজারী, টাঙ্গাইল-৫ আসনের ছানোয়ার হোসেন, টাঙ্গাইল-৮ আসনের অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম।
হাছান ইমাম খান ও জোয়াহেরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী নির্বাচনী এলাকা ছেড়ে তারা টাঙ্গাইলে নিজ বাসায় অবস্থান করছেন।
অপর দিকে ছানোয়ার হোসেনের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা বলেন, ‘এমপি স্যার নির্বাচনি এলাকা ছেড়ে ঢাকায় তার নিজ বাসভবনে অবস্থান করছেন।’
জেলা নির্বাচন অফিসার এএইচ এম কামরুল ইসলাম বলেন, ‘আমি এই তিন এমপির সাথে কথা বলেছি। তারা নির্বাচনি এলাকা ছেড়েছেন। তারা নির্বাচনি এলাকা ছেড়ে যেকোনো জায়গায় থাকতে পারবেন। তবে ডিস্ট্রিক্ট ছাড়লে ভালো হয়।’
এর আগে গত বুধবার (২৭ মার্চ) রাতে ইসির উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে নির্বাচনের স্বার্থে তাদের বৃহস্পতিবারের (২৮ মার্চ) মধ্যে নির্বাচনী এলাকা ছাড়তে বলা হয়।