শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় অবৈধপথে ভারত থেকে আসা ফ্রিজিং গাড়িভর্তি ২,১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৯ জানুয়ারি) ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের ভারত সীমান্ত এলাকা থেকে ওই গরুর মাংস জব্দ করা হয়।
বিজিবি জানিয়েছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাইপথে গরুর মাংস পাচার হচ্ছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ময়মনসিংহ সেক্টরের ৩৯ বিজিবির ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এতে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া সীমান্তের ১,১১০ নম্বর মেইন পিলার এলাকায় অভিযান চালায়।
এ সময় বিজিবির উপস্থিতি পের পেয়ে ফ্রিজিং গাড়িভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে প্যাকেটজাত ২,১৫০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। একইসঙ্গে চোরাই কাজে ব্যবহৃত ফ্রিজিং গাড়ি আটক করে বিজিবির সদস্যরা।
এ বিষয়ে ৩৯ বিজিবি বারোমারী কোম্পানির আওতাধীন হলদীগ্রাম বিজিবি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, “জব্দকৃত গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে। একইসঙ্গে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”