অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলমের ব্যবহৃত একটি মাফলার নিয়ে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ ভাইরাল হয়েছে। নেটিজেনদের অনেকেই মাফলারটির দাম নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা-সমালোচনায় মেতে উঠেছেন!
কেউ কেউ দাবি করছেন, মাফলারটির দাম ৮৬ হাজার টাকা। আবার কেউ কেউ বলছেন, এটি সাধারণ একটি মাফলার।
মাফলার নিয়ে এই আলোচনায় এবার যোগ দিলেন খোদ প্রেস সচিব নিজেও। রসিকতা করে জানালেন তার ব্যবহৃত মাফলারটিকে নিলামে তোলার কথাও।
শনিবার (১ ফেব্রুয়ারি) নিজের ফেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এ রসিকতা করেন শফিকুল আলম।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, “আলোচিত ও সমালোচিত বারবেরি মাফলারটি তার আসল দাম ৮৬,৬০০ টাকায় বিক্রি করা হবে। কোনো সহৃদয় ব্যক্তি ‘অভয়ারণ্য-বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশনে’ এই টাকা দিয়ে মাফলারটি কিনতে পারবেন। পরিচয় গোপন রেখে আওয়ামী লীগের সমর্থকেরাও মাফলারটি কিনতে পারবেন। তবে এ জন্য আওয়ামী লীগ সমর্থককে অবশ্য গুনতে হবে ৮৬,৬০০ ডলার। দুইবার ধোয়ার পর ক্রেতাকে মাফলারটি দেওয়া হবে।“
ফেসবুক পোস্টে ভাইরাল মাফলার পরিহিতি নিজের দুটি ছবিও জুড়ে দিয়েছেন শফিকুল আলম। আর রসিকতা করে দেওয়া তার এই পোস্টটিও রীতিমত ভাইরাল হয়েছে।