Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

মুক্তিযোদ্ধা ফারুক হত্যা: সাবেক সাংসদ রানার জামিন আপিলে বহাল

এর আগে ১৪ মার্চ এ মামলায় রানার জামিন মঞ্জুর করে হাইকোর্ট 

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৪:২৫ পিএম

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ নেতা ফারুক আহমেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের সাবেক সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে দেয়া হাইকোর্টের জামিন আদেশ বহাল রেখেছে আপিল বিভাগ। 

সোমবার (১ এপ্রিল) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ রাষ্ট্রপক্ষের আবেদন খারিজ করে দিয়ে এ আদেশ দেয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ইউএনবি।

এর আগে ১৪ মার্চ হাইকোর্ট এ মামলায় রানার জামিন মঞ্জুর করে। শুনানিতে রানার পক্ষে ছিলেন অ্যাডভোকেট আবদুল বাসেত মজুমদার ও আতাউর গনি। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ।

প্রসঙ্গত, ২০১৩ সালের ১৮ জানুয়ারি টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২২ মাস পলাতক থাকার পর ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর আত্মসমর্পণ করেন। এরপর টাঙ্গাইলের বিচারিক আদালত কারাগারে পাঠায় তাকে । বর্তমানে তিনি কাশিমপুর কারাগারে রয়েছেন।

   

About

Popular Links

x