Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রেমের বলি সিলেটের কলেজ শিক্ষক সাইফুর

পুলিশ জানায়, লজিং মাস্টার থাকাকালে ছাত্রীর সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ০৭:০২ পিএম

প্রেম নিয়ে বিরোধে খুন হয়েছেন সিলেটের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক সাইফুর রহমান।

খুনের ঘটনায় আটক সাইফুরের প্রেমিকা রূপা বেগম ও মোজাম্মিলের বরাত দিয়ে এমনটাই দাবি করেছে পুলিশ।

গত রবিবার সকালে সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার তেলিরাই এলাকা থেকে কলেজ শিক্ষক সাইফুর রহমানের লাশ উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় সোমবার নিহতের মা রনিফা বেগম বাদী হয়ে অজ্ঞাত আসামি করে দক্ষিণ সুরমা থানায় মামলা দায়ের করেন।

নিহত সাইফুর রহমান গোয়াইনঘাট উপজেলার ফলতইল সগাম গ্রামের মো. ইউসুব আলীর ছেলে ও সিলেটের মদন মোহন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক। এছাড়া গোয়াইনঘাটের তোয়াকুল কলেজেরও প্রভাষক ছিলেন তিনি।

পুলিশ জানায়, শিক্ষক সাইফুর রূপা নামে এক ছাত্রীর বাসায় লজিং মাস্টার ছিলেন। এই সুবাদে রূপার সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এর মাঝে মুজাম্মিল এসে রূপার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলতে চাইলে শিক্ষক সাইফুর বাধা দেন। আর এ কারণেই তাকে খুন করা হয়।

দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বলেন, ‘‘হত্যাকাণ্ডের ঘটনায় আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রেম সংক্রান্ত ঘটনার জের ধরে ওই শিক্ষককে খুন করা হয়েছে।’’

About

Popular Links