Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

পটুয়াখালীতে কন্টেন্ট ক্রিয়েটর কাফির বাড়ি পুড়ে গেছে

কাফির বাবার অভিযোগ, তাদের পুড়িয়ে মারার জন্যই দুর্বৃত্তরা বাড়িতে আগুন লাগিয়েছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০৭ এএম

পটুয়াখালীর কলাপাড়ায় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর নুরুজ্জামানের কাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। তিনি জুলাই আন্দোলনের সমন্বয়কদের একজন ছিলেন।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গভীর রাতে আগুনে পুড়ে তার বাড়িটি ছাই হয়ে গেছে।

কলাপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইলিয়াস হোসাইন বলেন, “রাত সোয়া ২টার দিকে আমাদের মোবাইলে ফোন আসে নুরুজ্জামান কাফির বাসায় আগুন লেগেছে। আমরা দ্রুত সেখানে গিয়ে দেখি আগুন সিলিংয়ে উঠে গেছে।”

তিনি বলেন, “আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে দ্রুত সময়ের মধ্যই আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনতে সক্ষম হই। তবে কেবল পাশের গোয়াল ঘরটাকে নিরাপদ রাখতে পেরেছি। মানুষের কোনো ক্ষতি হয়নি। বাড়ির সবাই নিরাপদে ও অক্ষত আছেন।”

এ বিষয়ে নুরুজ্জামান কাফির বাবা মাওলানা এ বি এম হাবিবুর রহমান বলেন, “আমাদের ঘরটি দুর্বৃত্তরা আগুন লাগিয়ে দিয়েছে। আমাদের পুড়িয়ে মারার জন্যই এমন ঘটনা ঘটিয়েছে। আমরা এর বিচার চাই। যে যার মতো করে দরজা ভেঙে বের হয়েছি। বাড়ির কিছুই অবশিষ্ট নেই। সব শেষ হয়ে গেছে।”

প্রতিবেশি ওয়ালি উল্লাহ ইমরান বলেন, “আমরা আগুন লাগার সাথে সাথেই ফায়ার সার্ভিসকে খবর দিই। তাদের সাথে আমরাও আগুন নির্বাপণের কাজে নেমে যাই। এটা সম্পূর্ণ পরিকল্পিত। কারণ জানালার বাইরে থেকে ছিটকানি লাগানো ছিল। সবাই এক কাপড়ে নেমে পড়েছে। কোনো রকমে জানে বাঁচা গেল।”

উল্লেখ্য, নুরুজ্জামানের কাফির বাড়ি কলাপাড়া উপজেলার রজপাড়া গ্রামে। তার বাবা রজপাড়া দ্বীন এ এলাহী দাখিল মাদ্রাসার সুপার।

   

About

Popular Links

x