Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

বাঁশজানি সীমান্ত থেকে সিসিটিভি ক্যামেরা সরাল বিএসএফ

বিজিবি প্রতিবাদ করার পর ক্যামেরা সরিয়ে নেওয়া হয়েছে

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৩৬ পিএম

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী কুড়িগ্রামের দক্ষিণ বাঁশজানি সীমান্তের শূন্যরেখায় স্থাপিত সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে শূন্যরেখার একটি ইউক্যালিপটাস গাছের ওপর লাগানো ক্যামেরাটি খুলে নেওয়া হয়। বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)- এর জনসংযোগ দপ্তর এ খবর নিশ্চিত করেছে।

রবিবার রাতে ভূরুঙ্গামারী উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ বাঁশজানি সীমান্তে আন্তর্জাতিক সীমানা পিলারের একটি সাব পিলারের কাছে ভারতের বিএসএফের একটি ব্যাটালিয়নের ছোট গাড়লঝড়া ক্যাম্পের সদস্যরা সিসি ক্যামেরাটি স্থাপন করেন।

ওই ঘটনায় বিজিবি প্রতিবাদ করার পর মঙ্গলবার দুপুরে দুই দেশের অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক হয়।

ওই বৈঠকে সিদ্ধান্ত হয় সীমান্ত এলাকা থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নেবে বিএসএফ।

   

About

Popular Links

x