শেরপুর জেলায় সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনে সংযোগ বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার বাজিতখিলার ছাত্তারকান্দি গ্রামে এই দুর্ঘটনা ঘটেছে।
মৃতরা হলেন, সদর উপজেলার ছাত্তারকান্দি গ্রামের মৃত লতিফের ছেলে মো. আকরাম হোসেন (৪৫) ও একই গ্রামের মৃত শমেজ উদ্দিনের ছেলে হানিফ উদ্দিন (৫৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে কৃষক আকরাম হোসেন ও কৃষিশ্রমিক হানিফ উদ্দিনকে সঙ্গে নিয়ে সেচ যন্ত্রের বিদ্যুৎ লাইনে সংযোগ দিতে গেলে প্রথমে আকরাম বিদ্যুতের তারে জড়িয়ে পড়লে তার সঙ্গে থাকা হানিফ তাকে উদ্ধার করতে গেলে তিনি নিজেও বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এবিষয়ে সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফ আলী বলেন, “লাশের সুরতহাল তৈরি করা হয়েছে। মৃতদের পরিবার বিনা ময়নাতদন্তে লাশ দাফনের জন্য আবেদন করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”