Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

অন্যের হয়ে নিয়োগ পরীক্ষ‍া দিতে এসে আটক ৩

বিমান বাংলাদেশের একটি নিয়োগ পরীক্ষায় ‘প্রক্সি’ দিতে এসেছিলেন তারা 

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৩৫ পিএম

লিখিত পরীক্ষায় বিভিন্ন কেন্দ্রে অন্যের হয়ে পরীক্ষা দিতে এলে তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ পরীক্ষার সময় প্রক্সি দেওয়ার সময় আটক হন তারা।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পরীক্ষা চলাকালীন তাদের আটক করা হয় বলে জানিয়েছেন সংস্থাটির জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম।

তিনি জানান, মিরপুর গার্লস আইডিয়াল ল্যাবরেটরি ইনস্টিটিউট কেন্দ্রে পরীক্ষার্থী মো. সজিব সরদারের প্রক্সি পরীক্ষা দিতে এলে আটক হন আফজাল হোসেন বাদশা (৩৫)। তাকে মিরপুর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। আর বিএএফ শাহীন কলেজ তেজগাঁও কেন্দ্রে পরীক্ষার্থী মো. মনিরুজ্জামান (২৮) ব্ল-টুথ ডিভাইসের সাহায্যে বাইরে থেকে প্রশ্নের উত্তর সংগ্রহ করার সময়ে আটক হন। তাকেও কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করে এজাহার দায়ের কো হয়েছে।

এছাড়াও সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, কুর্মিটোলা কেন্দ্রে পরীক্ষার্থী মো. মোরসালিন হোসাইনের প্রক্সি পরীক্ষা দিতে এলে আটক হন আরিফুল ইসলাম (২৯) নামে একজন। তাকে বিমানবন্দর থানা পুলিশের নিকটে হস্তান্তর করা হয়েছে।

বোসরা ইসলাম বলেন, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আশঙ্কা করছে একটি সংঘবদ্ধ চক্র পূর্বপরিকল্পিতভাবে বিমানের বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগ বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত এবং আসামিরা ওই চক্রের সক্রিয় সদস্য।”

তিনি সর্বসাধারণকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ যেকোনো মাধ্যমে অবৈধভাবে নিয়োগের প্রলোভনের বিষয়ে সতর্ক থাকার জন্য অনুরোধ জানান।

   

About

Popular Links

x