Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির সংঘর্ষ

তিন কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দেয়

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০১:৪৪ পিএম

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে তিন গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে এক্সপ্রেসওয়ের নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মাওয়াগামী গ্রিন ঢাকা পরিবহনের একটি বাসকে পেছন থেকে সুরভি পরিবহনের আরেকটি বাস ধাক্কা দেয়। এতে গ্রিন ঢাকা পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে তার সামনে থাকা সড়কে নিরাপত্তা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত টহল গাড়ির পেছনে ধাক্কা দেয়। এ সময় সুরভি পরিবহনের ১০ থেকে ১২ জন গুরুতর আহত হন।

এ সময় যান চলাচল বন্ধ হয়ে এক্সপ্রেসওয়েতে অন্তত তিন কিলোমিটার পর্যন্ত যানজট দেখা দেয়।

হাসাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, “দুর্ঘটনায় কয়েকজন আহত হয়েছে। আহতদের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। সড়কে এখন যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। গাড়িগুলো জব্দ করে থানায় নেওয়া হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

   

About

Popular Links

x