Tuesday, April 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে শিশুসহ দগ্ধ বাবা-মা

সকালে রান্না করার জন্য চুলা জ্বালাতে গেলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০১:২৯ পিএম

সাভারের আশুলিয়ায় গ্যাস বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচ বছরের শিশুসহ এক দম্পতি দগ্ধ হয়েছেন। স্থানীয় ও প্রতিবেশীরা আগুন নিভিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে আশুলিয়ার দুর্গাপুর চালাবাজার এলাকার একটি ভাড়া বাড়ির নিচতলার একটি ফ্ল্যাটে এ অগ্নিকাণ্ড ঘটে।

দগ্ধরা হলেন, মো. জাহাঙ্গীর (৪০), বিউটি বেগম (৩৫) ও তাদের মেয়ে তানহা (০৫)। জাহাঙ্গীর একটি ওষুধ কারখানায় ও তার স্ত্রী বিউটি একটি চামড়াজাত পণ্য প্রক্রিয়া কারখানায় চাকরি করেন।

প্রতিবেশীরা জানিয়েছেন, সকালে রান্নার উদ্দেশ্যে চুলা জ্বালাতে গেলেই এ দুর্ঘটনা ঘটে। পরে তাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে তাদের ঢাকার জাতীয় বার্ন ইনস্টিটিউটে পাঠানো হয়। রান্নার কাজে এলপি গ্যাস ব্যবহার করত এই পরিবারটি।

প্রতিবেশী হাবিব বলেন, “সকালে রান্নার জন্য সিলিন্ডার গ্যাসের চুলা জ্বালাতে গেলেই এ দুর্ঘটনা ঘটে। ঘরের কিছু জিনিসও আগুনে পুড়েছে। গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটতে পারে। বিস্ফোরণে তাদের ঘরের জ্বানালাও বেঁকে গিয়েছে। তিনজনই দগ্ধ হয়েছে। আমরা দেখেছি, তাদের মধ্যে শিশুটিই বেশি দগ্ধ হয়েছে।”

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি আশুলিয়ার গুমাইল এলাকায় রান্নার সময় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের ১১ জন দগ্ধ হয়েছিলেন। তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়, বাকিরা এখনও চিকিৎসাধীন আছেন।

   

About

Popular Links

x