Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে প্রাণ গেল মোটরসাইকেল আরোহী দুই ভাইয়ের

তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৬ এএম

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশার সঙ্গে সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুই ভাই নিহত হয়েছেন। তারা সম্পর্কে একে অপরের চাচাতো ভাই।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার শৈলাট-কাচিনা সড়কের শৈলাট গ্রামে এ দুর্ঘটনায় ঘটে। এতে তারা দুইজন গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় স্বজনরা দুইজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন- উপজেলার শৈলাট গ্রামের অনিক মণ্ডল (২৫) এবং রিয়াদ মণ্ডল (২৩)।

শ্রীপুরের চকপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ হাসমত আলী জানান, দুই ভাই স্থানীয় শৈলাট বাজার থেকে পাশের ভালুকা উপজেলার কাচিনা বাজার যাচ্ছিলেন। শৈলাট-কাচিনা সড়কের শিপ্রা পোশাক কারখানার সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ট্রাককে সাইড দিতে গেলে অটোরিকশার সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় তারা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের নিচু জমিতে পড়ে যায়।

তিনি আরও জানান, স্বজনরা তাদের উদ্ধার করে অনিককে ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে এবং রিয়াদকে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাড়ে ১০টার দিকে রিয়াদ এবং রাত ১১টার দিকে অনিক মারা যান। নিহতের স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

   

About

Popular Links

x