Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

মঙ্গলবার ১৩ ঘণ্টা গ‍্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

আশপাশের এলাকাগুলোয় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩১ এএম

সব শ্রেণির গ্রাহকের জন্য আগামীকাল মঙ্গলবার সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত ১৩ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে তিতাস গ‍্যাস ট্রান্সমিশন অ‍্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি লিমিটেড।

এলাকাগুলো হলো বারিধারা ডিপ্লোমেটিক জোনের ১১, ১২, ১৩, ১৪ নম্বর সড়ক, বারিধারা নিউ ডিওএইচএস, জগন্নাথপুর, নর্দা, কালাচাঁদপুর, লিচুবাগান, জোয়ার সাহারা, কুড়াতলী থেকে পুরো বসুন্ধরা আবাসিক এলাকা (৩০০ ফিট পর্যন্ত) এবং মার্কিন দূতাবাসের উত্তর-পূর্ব পাশ থেকে কুড়িল বিশ্বরোড পর্যন্ত এলাকা।

এছাড়া আশপাশের এলাকাগুলোয় গ্যাসের চাপ কম থাকতে পারে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের আওতাধীন এমআরটি লাইন-১-এর ভূগর্ভস্থ স্টেশনের (নদ্দা) এলাইনমেন্ট থেকে তিতাস গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য এসব এলাকায় গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে।

   

About

Popular Links

x