Friday, April 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

‘ঈদের পর ঢাকার প্রধান সড়কে রিকশা বন্ধ’

আসন্ন রমজান মাসে ট্রাফিক পুলিশকে সহায়তা করতে শিক্ষার্থীরা মাঠে নামবেন বলেও জানানো হয়েছে

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩১ পিএম

আসন্ন রমজান ঈদের পর ঢাকা মহানগরীর প্রধান সড়কে রিকশা চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজ।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) ডিএনসিসি নগর ভবনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানিয়েছেন।

মোহাম্মদ এজাজ বলেন, “ডিএমপির সঙ্গে সমন্বয় করে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজ চলছে। এ লক্ষে রোজার পর শহরের প্রধান সড়কে রিকশা বন্ধ করা হবে। মেট্রো স্টেশনের ৫০০ মিটারের ভেতর কোনো গাড়ি থাকবে না। যানজট নিয়ন্ত্রণের জন্য এরই মধ্যে সয়ংক্রিয় ট্রাফিক সিগন্যাল বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।” 

এছাড়া ফুটপাত ও জলাশয় দখলমুক্ত করাসহ উন্নয়নকাজে কমিউনিটি যুক্ত করার মডেল তৈরি করা হচ্ছে বলে জানান ডিএনসিসি প্রশাসক। তিনি বলেন, “এর মাধ্যমে স্থানীয় জনগণের অংশগ্রহণে উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হবে।”

   

About

Popular Links

x