Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় আসছেন জাতিসংঘ মহাসচিব

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৩ এএম

জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস চার দিনের সফরে ঢাকায় আসছেন। তিনি আগামী ১৩ থেকে ১৬ মার্চ বাংলাদেশে অবস্থান করবেন।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে জাতিসংঘ মহাসচিবের দপ্তর। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এই সফরে আসছেন।

গত ৭ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা রোহিঙ্গা বিষয়ক “হাই রিপ্রেজেন্টেটিভ” খলিলুর রহমান মহাসচিবের সঙ্গে নিউ ইয়র্কে দেখা করে আমন্ত্রণপত্র হস্তান্তর করেন বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়।

   

About

Popular Links

x