Tuesday, August 05, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাভারে যুবককে কুপিয়ে হত্যা

এ ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:১৮ পিএম

ঢাকার সাভারের আশুলিয়ায় মো. মোমেন মিয়া (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ৬ জনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন।

এর আগে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে আশুলিয়ার বসুন্ধরা দারোগা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। 

আটককৃতরা হলেন- আশুলিয়ার গাজিরচটের দক্ষিন বাইপাই এলাকার মোহাম্মদ নাজমুল (১৮), আশিকুল ইসলাম আসিফ (২২), আশুলিয়ার পলাশবাড়ি বটতলা এলাকার মোহাম্মদ রাকিব (১৫), দক্ষিণ গাজিরচটের মো. আলিফ (১৮), কুমিল্লা জেলার মুরাদনগর থানার ধামগর পূর্বপাড়া গ্রামের মো. ইব্রাহিম (৪৮) ও দক্ষিণ গাজীরচটের মো. রমজান (২৬)।

পুলিশ জানায়, পূর্ব শত্রুতার জের ধরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ওই এলাকায় রুবেলের নেতৃত্বে আটককৃতরা মোমেনকে কুপিয়ে গুরুতর আহত করেন। এ অবস্থায় মোমেনকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নিয়ে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়। খবর পেয়ে অভিযানে নামে পুলিশ। ঘটনার ১ ঘন্টার মধ্যে অভিযান পরিচালনা করে ৬ জনকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামাল হোসেন বলেন, “নিহতের শরীরের কাঁধে ও পিঠে একাধিক গভীর ক্ষত রয়েছে। এ ঘটনায় আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে।”

   

About

Popular Links

x