Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

যমুনা সার কারখানায় ফের উৎপাদন বন্ধ 

প্রায় ১৪ মাস কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ ফেব্রুয়ারিতে উৎপাদন শুরু করে প্রতিষ্ঠানটি

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম

দেশের বৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান যমুনা সার কারখানায় এ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়েছে।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেন।

জানা গেছে, তিতাস গ্যাস সংকটে ১৩ মাস ২৩ দিন কারখানার উৎপাদন বন্ধ থাকার পর গত ২৩ ফেব্রুয়ারী বিকেলে গ্যাস সরবরাহ করায় ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হয়। কিন্তু ৪ দিন যেতে না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে ফের উৎপাদন বন্ধ হয়ে যায়। 

যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ মুহাম্মদ মোসলেহ উদ্দীন জানান, এ্যামোনিয়া প্ল্যান্টের ভাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে।”

তিনি আরও বলেন, “মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যেকোনো সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো।”

   

About

Popular Links

x