Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাবিতে প্রথমবারের মতো দু’দিনব্যাপী ট্যুরিজম কার্নিভাল অনুষ্ঠিত

ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস) এই কার্নিভালের আয়োজন করে

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৯ পিএম

ঢাকা ইউনিভার্সিটি ট্যুরিস্ট সোসাইটি (ডিইউটিএস)-এর উদ্যোগে প্রথমবারের মতো দু’দিনব্যাপী বাংলাদেশ ট্যুরিজম কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র শিক্ষক মিলনায়তন কেন্দ্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুইদিনব্যাপী এই কার্নিভাল উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে ডিইউটিএস-এর উপদেষ্টা অধ্যাপক ড. ইসতিয়াক এম. সৈয়দ, মাউন্ট এভারেস্টজয়ী ষষ্ঠ বাংলাদেশি বাবর আলী এবং বিশ্বরেকর্ডধারী সাইক্লিস্ট ও অভিযাত্রী তাম্মাত বিল খোয়ার ও দ্বিতীয় দিন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর দিহান চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি উপস্থিত থেকে পরিবেশবান্ধব পর্যটনের গুরুত্ব তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কার্নিভালের বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং দেশের পর্যটন খাতের টেকসই উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের জন্য তিনি যুবসমাজের প্রতি আহ্বান জানান। দেশের পর্যটন শিল্পের বিকাশে যুবসমাজ কার্যকর ভূমিকা পালন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

উল্লেখ্য, কার্নিভালের প্রথম দিনে ঐতিহ্যবাহী ও বাণিজ্যিক প্রদর্শনীর মাধ্যমে বাংলাদেশের পর্যটন ও সাংস্কৃতিক বৈচিত্র্য তুলে ধরা হয়। এছাড়াও ইকো ট্যুরিজম এবং টেকসই পর্যটন নিয়ে সেমিনার ও টক শো আয়োজন করা হয়। 

দুইদিনব্যাপী কার্নিভালে কুইজ প্রতিযোগিতা, পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি, সাংস্কৃতিক পরিবেশনা, ফটোগ্রাফি প্রতিযোগিতাসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন রয়েছে।

   

About

Popular Links

x