Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, মিয়ানমার থেকে ফিরলো বিমানের উড়োজাহাজ

উড়োজাহাজটি মিয়ানমারের আকাশে ওড়া অবস্থায় কেবিনে হঠাৎ অক্সিজেন স্বল্পতা দেখা দেয়

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২৫, ০৬:৩৪ পিএম

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি উড়োজাহাজে মাঝ আকাশে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়ায় ঢাকায় ফিরে এসেছে। তবে প্লেনে মোট কতজন যাত্রী ছিল তা জানা যায়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ফ্লাইটটি। ঢাকা থেকে ব্যাংককগামী বিজি ৩৮৮ ফ্লাইটটির উড়োজাহাজ ছিল বোয়িং ৭৩৭-৮০০ মডেলের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানিয়েছে, ঢাকা থেকে ব্যাংককগামী ফ্লাইটটি দুপুর ১২টায় বিমানবন্দর থেকে ওড়ে। এর ঘণ্টাখানেক পর উড়োজাহাজটি যখন মিয়ানমারের আকাশ সীমায় তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। অক্সিজেনের পরিমাণ কম থাকায় স্বয়ংক্রিয়ভাবে অক্সিজেন মাস্ক নেমে আসে।

তখন উড়োজাহাজটি ২৫ হাজার ফুট উচ্চতায় ছিল। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পাইলট দ্রুত উড়োজাহাজটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে আনেন। পরে তিনি ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে উড়োজাহাজটি নিরাপদে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এদিকে অবতরণের পর বিমানে থাকা সব যাত্রীদের টার্মিনালে নিয়ে যাওয়া হয়। যাত্রীদের একটি অন্য উড়োজাহাজে তোলা হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং তাদের দুর্ভোগ দূর করার জন্য এয়ারলাইনস কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করেছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। তবে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টকে বলেন, “ফ্লাইটটি ঢাকায় জরুরি অবতরণ করেছে।”

   

About

Popular Links

x