Thursday, April 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

ঢাকায় সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিনি ঢাকার কলাবাগানের ক্রিসেন্ট রোডে বসবাস করতেন

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৭:৫৪ পিএম

ঢাকার কলাবাগানের একটি বাসা থেকে টাইটাস হিল্লল রেমার (৫৫) নামের এক সুপ্রিম কোর্টের আইনজীবীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১ মার্চ) সকালে তার মরদেহ উদ্ধার করেছে কলাবাগান থানা পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস। 

তিনি জানান, সকালে আইনজীবীর স্ত্রী বাসা থেকে কাজে বের হন, তখন বাসায় দুই মেয়ে ছিলেন। পরিবারের সদস্যদের অগোচরে তিনি নিজ কক্ষে ফ্যানের সঙ্গে রশি পেঁচিয়ে গলায় ফাঁস দেন। পরে স্বজনরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন।

পরিবারের বরাত দিয়ে এসআই আরও জানান, টাইটাস হিল্লল রেমা দীর্ঘদিন ধরে আর্থিক সংকটে ভুগছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন। তবে মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ আছে কিনা, তা তদন্ত করে দেখা হচ্ছে।

টাইটাস হিল্লল রেমা ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের জয়রামকুড়া গ্রামের মৃত লিভিং স্টোন রেমার ছেলে। তিনি ঢাকার কলাবাগানের ক্রিসেন্ট রোডে বসবাস করতেন।

   

About

Popular Links

x