Friday, April 18, 2025

সেকশন

English
Dhaka Tribune

সৌদির সঙ্গে মিল রেখে রোজা পালন করলেন ফরিদপুরের ১৩ গ্রামের মানুষ

তারাবির নামাজ আদায় ও সেহরি খাওয়ার মধ্য প্রথম রোজা রেখে ইফতার করেছেন তারা

আপডেট : ০১ মার্চ ২০২৫, ০৮:২২ পিএম

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে রোজা পালন করেছেন ফরিদপুর জেলার বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলার ১৩ গ্রামের বাসিন্দারা।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তারাবির নামাজ আদায় ও সেহরি খাওয়ার মধ্য দিয়ে শনিবার (১ মার্চ) থেকে প্রথম রোজা রেখে ইফতার করেছেন তারা।

সহস্রাইল পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইস্রাফিল মোল্লা জানান, চট্টগ্রামের মির্জাখিল শরিফের অনুসারীরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা শেষে ঈদ পালন করে।

তিনি আরও জানান, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের কাঁটাগড়, সহস্রাইল, দরিসহস্রাইল, মাইটকোমড়া, রাখালতলি গঙ্গানন্দপুরসহ ১০ গ্রামের আংশিক এবং আলফাডাঙ্গা উপজেলার সদর ইউনিয়নের তিন গ্রামসহ মোট ১৩ গ্রামের লোকজন রোজা পালন করে থাকেন। এরই ধারাবাহিকতায় এ বছরও রোজা রেখে ইফতার করা হয়েছে।

   

About

Popular Links

x