Sunday, April 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

মাজার বস্তিতে যৌথ বাহিনীর অভিযানে ৬০ মাদক কারবারি-ছিনতাইকারী আটক

পুরো রমজান মাসে এমন অভিযান চলবে বলে জানানো হয়েছে

আপডেট : ০১ মার্চ ২০২৫, ১০:৫৭ পিএম

শিল্পনগরী গাজীপুরের টঙ্গীতে হাজী মাজার বস্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। এ সময় অন্তত ৬০ জন মাদক কারবারি, ছিনতাইকারী ও বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদক ও বিভিন্ন সরঞ্জাম। 

শনিবার (১ মার্চ) সন্ধ্যা ৭টার পর টঙ্গী পশ্চিম থানাধীন তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমা ময়দানসংলগ্ন হাজী মাজার বস্তিতে এই অভিযান শুরু হয়। রাত ৯টায় এই অভিযান শেষ হয়।

অভিযান শেষে তথ্য নিয়ে সংবাদ সম্মেলনে গাজীপুরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রায়হানুল ইসলাম বলেন, “অভিযানে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সদস্যদের সঙ্গে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও রয়েছেন। মাজার বস্তির মানুষ ছিনতাই ও ডাকাতির সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। ইতোমধ্যে ৬০ জনের মতো মাদক কারবারিসহ বিভিন্ন চিহ্নিত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।”

সেই সঙ্গে মাদক ও টাকা উদ্ধার করা হয়েছে। পুরো রমজান মাসে এমন অভিযান চলবে বলেও উল্লেখ করেন তিনি।

স্থানীয়রা জানিয়েছেন, দীর্ঘদিন ধরে প্রকাশ্যে বস্তিটিতে মাদক কারবার ও ছিনতাই চলে আসছে। বিষয়টি অনেকবার স্থানীয় থানায় জানানো হলেও কোনো ব্যবস্থা নেয়নি পুলিশ। শুধু মাদক বিক্রি নয়, বস্তিটির ছোট ছোট ঘরে বসে মাদক সেবনেরও ব্যবস্থা রয়েছে। মাদক কারবারি, ছিনতাইকারী ও সন্ত্রাসীরা এখানে আস্তানা গড়েছে।

অভিযানের সময় মাজার বস্তিতে দেখা গেছে, ছোট ছোট অসংখ্য ঘর। ওসব ঘরে মাদক বিক্রির পাশাপাশি বিভিন্ন মাদক সেবনেরও ব্যবস্থা আছে। পরিবহন শ্রমিকরা এই চক্রের মূলক্রেতা বলে জানিয়েছেন স্থানীয় লোকজন।

   

About

Popular Links

x